
ফাইল ছবি
রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এক যুবকের নাম শাহীন (১০) এবং অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি যায়নি। ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আরেকজনকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহতকে এক সিএনজি চালক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর একজন ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আর আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
আলোআভা/ শেখ ফরিদ