বুধবার ২২ জানুয়ারি ২০২৫, মাঘ ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আবু সাইদ হত্যাকাণ্ড

বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ২১ জানুয়ারি ২০২৫

বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর এবং শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে ১০৯তম সিন্ডিকেট সভায় বহিষ্কার করা হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান মিয়া নামের একজনের বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করে নিলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড তাকে মওকুফ করে দেয়।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় উপাচার্য শৃঙ্খলা বোর্ড সভাপতি প্রফেসর . মো. শওকাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১ জনসহ মোট ৭২ জনের নামের তালিকা প্রকাশ করে।

উপাচার্য বলেন, তথ্য অনুসন্ধান কমিটি ৭২ জন শিক্ষার্থীর লিস্ট দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জন দুই সেমিস্টার ১৫ জন প্রাক্তন শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক বাকি ১৫ শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়