ছাত্রদল নেতা মওদুদ আহমেদ
সম্প্রতি ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ১১ ইউনিটে নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিটের কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। সেই মোতাবেক চলছে ছাত্র নেতাদের তোরজোর।
রাজধানীর মিরপুরে অবস্থিত মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নেই প্রায় আট বছর। তবে শিগগিরই নতুন কমিটি পেতে যাচ্ছে বলে আশাবাদী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
এমন সময়ে কলেজ ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক মওদুদ আহমেদের নামে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছড়াচ্ছে নানা গুজব। এতে কলেজের ছাত্র নেতাদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।
জানা যায়, সম্প্রতি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থী ঝামেলায় জড়িয়ে পড়ে। এতে মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন আহত হন। এ ঘটনায় কেউ কেউ বলছো মওদুদ আহমেদের প্রভাব খাটিয়ে কয়েকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে মওদুদ বলেন, 'দীর্ঘ আট বছর যাবৎ ক্যাম্পাসে কোন কমিটি নেই। শিগগিরই নতুন কমিটি ঘোষণা হবে। এমন সময়ে একটা মহল আমার নামে ষড়যন্ত্র করে গুজব ছড়াচ্ছে। এ ঘটনার সঙ্গে আমি বা আমার লোকজনের কোন হাত নেই। আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তারা সব সময় শান্তি বজায় রাখতে কাজ করে যাচ্ছি। আমরা ক্যাম্পাসে সবার সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখতে চাই। শিক্ষা সুন্দর পরিবেশ বজায় থাকে সেই লক্ষে কাজ করে যাচ্ছি।'