ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, মহান স্বাধীনতার বিজয়কে অব্যাহত রাখতে বদ্ধপরিকর শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয় পরিচালনায় সবার সহায়তাও চান তিনি।
রবিবার (১ ডিসেম্বর) বিজয় মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
নানা আয়োজনে মহান বিজয়ের উৎসব পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজয়ের মাসের প্রথম দিনে সকালে বিজয় র্যালি বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়। র্যালিটি উদ্বোধন করেন, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
র্যালিতে সহ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, অন্যান্য শিক্ষকবৃন্দ ছাড়াও বিভিন্ন হলের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোআভা নিউজ২৪ - আজকের খবর ব্রেকিং নিউজ