শরবত ও শীতল পানি বিতরণ করছেন ছাত্রলীগ নেতা সাজবুল।
তীব্র দাবদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে বিনামূল্যে লেবুর শরবত, শীতল পানি ও খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর অন্যতম শাখা ইসলামিক স্টাডিজ বিভাগ ছাত্রলীগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেনের নির্দেশে ইসলামিক স্টাডিজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাজবুল ইসলামের নেতৃত্বে এ মানবিক উদ্যেগ নেয়া হয়।
বুধবার (১ মে) দুপুরে ভরদুপুরে কাজ করা শ্রমজীবী, পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, ট্রাকচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে শীতল পানি ও শরবত বিতরন করা হয়।
ছাত্রলীগের নেতা সাজবুল বলেন, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। তাদের কথা ভেবেই আমাদের এই ছোট প্রয়াস।