বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জবির নতুন ক্যাম্পাসে হামলা, ভেঙ্গে ফেলা হয়েছে সীমানাপ্রাচীর

নীলপদ্ম রায় প্রান্ত

প্রকাশিত: ১২:৪৫, ২০ জুন ২০২৩

জবির নতুন ক্যাম্পাসে হামলা, ভেঙ্গে ফেলা হয়েছে সীমানাপ্রাচীর

ছবি: ইন্টারনেট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেরানীগঞ্জের নতুন ক্যম্পাসের সীমানা প্রাচীরের বিভিন্ন দেয়াল ভেঙ্গে ফেলেছে স্থানীয় বহিরাগতরা। হঠাৎ করে স্থানীয় বহিরাগত কিছু লোকজন দলবেধে দেশীয় অস্ত্রশস্ত্র দেয়াল ভাঙ্গার সরঞ্জামাদি নিয়ে নতুন ক্যাম্পাসের নির্মানাধীন সীমানা প্রাচীরের বিভিন্ন দেয়াল ভাঙ্গতে শুরু করেন।

সোমবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী।

তিনি জানান, আমরা খবরটি শুনতে পেরে সাথে সাথে দ্বিতীয় ক্যাম্পাসে গিয়েছি। কেন স্থানীয় লোকজন হঠাৎ করে আমাদের ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দেওয়ালটি ভেঙ্গে ফেলেছে আমরা জানি না। তবে স্থানীয়রা বলেছেন, সরকারি জায়গায় দেয়াল নির্মান করায় তারায় এটি ভেঙে ফেলতে এসেছে।

তিনি আরও জানান, আমরা এখন স্থানীয় প্রশাসন এবং পুলিশকে খবর দিয়েছি। তারা আসার পরে স্থানীয় লোকজন চলে গেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়