শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রুটির দাম বৃদ্ধিতে দেশজুড়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৪, ২২ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০৫:২৪, ২২ ডিসেম্বর ২০১৮

রুটির দাম বৃদ্ধিতে দেশজুড়ে বিক্ষোভ

পাউরুটির দাম বৃদ্ধি করায় রাস্তায় আন্দোলনে নামে পূর্ব সুদানের নাগরিকেরা। আন্দোলনে বাঁধা দেয় দেশটির পুলিশ। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে ৮ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। গত সপ্তাহে দেশটির সরকার পাউরুটির দাম বৃদ্ধি করে। দাম বাড়ানো হয় এক সুদানিজ পাউন্ড থেকে তিন সুদানিজ পাউন্ডে। এই বৃদ্ধির ফলেই গোটা দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের প্যালেসের সামনে আন্দোলন শুরু করেন নাগরিকেরা । সেখানেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে। সেখানে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। এছাড়া দেশটির রাজধানী থেকে ৪০০ কিলোমিটার দূরে আটবারা শহরে আরো ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়। তথ্যসূত্র: টাইমস লাইভ, স্ট্রেইট টাইমস।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়