শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভোটের আগে-পরে রোহিঙ্গা শিবিরে নজরদারী

প্রকাশিত: ০৫:২১, ২২ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০৫:২১, ২২ ডিসেম্বর ২০১৮

ভোটের আগে-পরে রোহিঙ্গা শিবিরে নজরদারী

কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর রোহিঙ্গারা যাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে-পরে তিন দিন চৌহদ্দির বাইরে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভোটের কাজে ব্যবহার ও তাদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পথ বন্ধ করতেই নির্বাচন কমিশন এই নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসির ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদেরকে যেন নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ব্যবহার করতে না পারে বা তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অথবা কোনো দুষ্কৃতকারী তাদেরকে ব্যবহার করতে না পারে সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে শরণার্থী শিবিরের বাইরে রোহিঙ্গাদের চলাফেরায় বিধিনিষেধ ও এনজিওকর্মীদের ক্ষেত্রে কড়াকড়ি করা হলেও খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসবের বাইরে থাকবে। চিঠিতে আরও বলা হয়েছে, কোনো রোহিঙ্গা ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ক্যাম্প থেকে বের হতে না পারবেন না। ওই সময় তারা অন্য কোথাও যেতে পারবেন না।এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি নিয়ে ওই সময় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠির অনুলিপি পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের আগস্টের শেষ দিকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আগে থেকে আরএ চার লাখ রোহিঙ্গা সেখানে অবস্থান করে আছেন।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়