শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৩০ ডিসেম্বর সরকারের পতনের দিন

প্রকাশিত: ০৮:২৪, ১৩ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০৮:৩৬, ১৩ ডিসেম্বর ২০১৮

৩০ ডিসেম্বর সরকারের পতনের দিন

বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আগামী ৩০ ডিসেম্বর এই স্বৈরাচার সরকারের পতনের দিন,ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারেন আপনারাই । বৃহস্পতিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সদরে স্থানীয় সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব বলেন। ফখরুল বলেন,আবারো ক্ষমতায় আসতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে যাচ্ছে সরকার । দুনীর্তি, নির্যাতন, নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করা দিন দিন চরম পর্যায়ে পৌছাচ্ছে। জাতির এই কঠিন সংকটে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা অবস্থার পরিবর্তন আনতে পারি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফখরুল বলেন, নির্বাচন কমিশনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা ছিল, তা কোনোভাবে সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে এ সব বন্ধ করতে হবে। বিএনপির তৃনমূল নেতাকর্মীদের ধানের শীষে ভোট দিয়ে সরকার পতন করে দেশ মাতা খালেদা জিয়াকে মুক্ত আহবান জানান মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি পয়গাম আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে তিনদিন ধরে মির্জা ফখরুল নির্বাচনী পথসভা, জনসভা করছেন। পরে সালন্দর, রাজাগাঁও, রহিমানপুর, জামালপুর ইউনিয়নের ১৫ স্থানে পথসভায় বক্তব্য রাখবেন। আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ    
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়