বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইসির আঁতাতের প্রমাণ

প্রকাশিত: ০৫:২৮, ৫ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০৫:২৮, ৫ ডিসেম্বর ২০১৮

ইসির আঁতাতের প্রমাণ

নির্বাচন কমিশন (ইসি) সরকারের সঙ্গে আঁতাত করে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে বলে বিএনপির করা অভিযোগের ‘তথ্য-প্রমাণ’ চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে হাইকোর্ট সংলগ্ন তিন নেতার মাজারে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের এ কথা বলেন। তিনি বলেন,আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রতীকে প্রার্থী হওয়া বেশ কিছু রাজনীতিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের সঙ্গে আঁতাত করেই ইসি এমন পদক্ষেপ নিয়েছে। এছাড়া, নির্বাচনের তফসিল ঘোষণার পরও ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন ও বিএনপি নেতারা। কাদের বলেন, যারা এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবে বুঝতে হবে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বর্তমানে নির্বাচন কমিশন পুনর্গঠন করার মতো অবস্থা নেই। বিএনপিকে উদ্দেশ্যে তিনি আরও বলেন, দুর্নীতিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে তাদের। সন্ত্রাসী ও দুর্নীতিপরায়ণ দল হিসেবে যে দুর্নাম, সেটি তারা কিভাবে ঘোচাবে? তাদের সাংগঠনিক শৃঙ্খলা নেই, এজন্য এভাবে মনোনয়ন বাণিজ্য হয়েছে। দুর্নীতিটা তাদের রক্তের সঙ্গে মিশে গিয়েছে। ৫৫তম মৃত্যুবার্ষিকীতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর  কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। আজকে আমরা এই অঙ্গীকারই করবো, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সংগ্রাম অব্যাহত রাখবো। আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়