মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ১৪ জুলাই ২০২২

কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

কবি হেলাল হাফিজ

কবি হেলাল হাফিজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয়। হেলাল হাফিজ প্রধানত চোখের অসুবিধা, না খেতে পারা এবং হাঁটাচলার কষ্টে ভুগছেন। তিনি কিডনির সমস্যা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যায়ও ভুগছেন।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্ট দিলে সে বিষয়ে জানা যাবে।

এর আগে, বার্ধক্যজনিত জটিলতায় গত বছরের আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল হেলাল হাফিজকে।

হেলাল হাফিজ ১৯৪৮ সালের অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কবিতার বইযে জলে আগুন জ্বলে১৯৮৬ সালে প্রকাশিত হয়। পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারের বেশি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়