ছবি সংগৃহীত
নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন একটি ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে বলা হয়েছে, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য একটি নতুন প্যামফ্লেট চালু করা হয়েছে। এই প্যামফ্লেটটি তাদের জন্য, যাদের ভিসা সাক্ষাৎকারের পর অনুমোদিত হয়েছে।
পোস্টে আরও বলা হয়, ‘এতে একটি কিউআর কোড এবং একটি ইউআরএল দেওয়া আছে, যা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ভ্রমণের আগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে।’
‘সবসময় নিশ্চিত করুন যে, এই প্যামফ্লেটটি ভিসা নয়— এটি শুধু অনুমোদিত ভিসা আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার একটি মাধ্যম,’ জানায় মার্কিন দূতাবাস।
কিউআর কোড থেকে পাওয়া লিংকটি https://bd.usembassy.gov/ দিয়ে শুরু হয়েছে।
অতিরিক্ত তথ্যের জন্য ভিজিট করুন https://ustraveldocs.com/bd/en/