
ছবি: সংগৃহীত
আনহার মিয়াকে সভাপতি ও বদিউল আলম শেখকে (বকুল) সাধারণ সম্পাদক করে জার্মানি যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জার্মানি শাখার সভাপতি আকুল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম আযাদ, সহ-সভাপতি হাশেম শেখ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জহির কাজী, দপ্তর সম্পাদক রেজাউল করিম, আন্তর্জাতিক সম্পাদক তারেক রহমান রবিন, প্রচার সম্পাদক ইমন খান সেন্টু।
বলা হয়, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল উপায়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দলের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে এবং যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা পোষণ করা হয়।