বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

'বি’ ক্যাটাগরিতে সানলাইফ ইন্স্যুরেন্স'

প্রকাশিত: ০৮:১০, ১ অক্টোবর ২০১৮

আপডেট: ০৮:১১, ১ অক্টোবর ২০১৮

'বি’ ক্যাটাগরিতে সানলাইফ ইন্স্যুরেন্স'

‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে জীবন বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ায় কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট ৪ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা কমেছে, যা এর আগের বছর একই সময়ে ৪ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা বেড়েছিল। ৩০ জুন কোম্পানিটির নিট বীমা তহবিল দাঁড়ায় ২৯৯ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা। এর আগে সর্বশেষ ২০১৪ সালের জন্য ৬ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ডিএসইতে গতকাল সানলাইফ ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ দর ২ দশমিক ৮১ শতাংশ বা ৭০ পয়সা বেড়ে দাঁড়ায় ২৫ টাকা ৬০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২০ টাকা ও সর্বোচ্চ ২৭ টাকা ৮০ পয়সা। ২০১৩ সালে শেয়ারবাজারে আসা সানলাইফের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪১ দশমিক ৯৯, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৬ দশমিক ২৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৩১ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়