শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

প্রকাশিত: ০৫:২৯, ৬ অক্টোবর ২০১৮

আপডেট: ১৮:২৬, ৬ অক্টোবর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনে ২১ হাজার ১১১ জন গ্রাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এই তথ্য জানান। সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্রাজুয়েটবৃন্দ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি অনুষ্ঠানে অংশ নিবেন। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে উপাচার্য জানান। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ৫১তম সমাবর্তনে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণ পদক, ৮১ জনকে পিএইচডি ও ২৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন বক্তব্য দিবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। সমাবর্তনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়