হাসপাতাল থেকে ফিরলেন আন্না,বাসায় চলবে তাঁর চিকিৎসা

প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার(১৩ অক্টোবর) বাসায় ফিরলেন চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও ব্যস্ততম নায়িকা এবং বিনোদন বিচিত্রা পত্রিকার ফটোসুন্দরী নাহিদা আশরাফ আন্না।তবে,বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ হতে বাসায় থেকেই চিকিৎসা চালিয়ে যেতে হবে তাকে।সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
জানা যায়, গেলো ৭ অক্টোবর রাতে অসুস্থ হয়ে পড়লে আন্নাকে জরুরি ভিত্তিতে রাজধানীর নয়াপল্টনের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সাগর সিদ্দিকী তার স্ত্রীর অসুস্থতা প্রসঙ্গে এই প্রতিবেদককে বলেন, আন্না ইউটিআই ইনফেকশন রোগে আক্রান্ত। বুধবার রাতে তার অবস্থা খুব খারাপ ছিল। তার চিকিৎসা চলছে। আন্না এখন আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করায় আন্নাকে বাসায় নিয়ে আসা হয়েছে।
সাগর সিদ্দিকী জানান, আন্না ডা. হাসিব উদ্দিন এর চিকিৎসাধীন ছিলো। তার এই চিকিৎসক বলেছেন, আগের চাইতে এখন রোগীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির হওয়ায় ছাড়পত্র দেওয়া হলো,কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার জন্য বাসায় থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।
উল্লেখ্য, সাবেক জনপ্রিয় অভিনেত্রী আন্না দীর্ঘদিন দেশীয় চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন। এখন অভিনয় থেকে দূরে থাকলেও তিনি নিয়মিত নাটক প্রযোজনা করছেন। স্বামী সংসার সামলানোর পাশাপাশি তিনি আন্না’স মেকওভার স্টুডিও নামের একটি পার্লার পরিচালনা করছেন। একজন বিউটি এক্সপার্ট হিসেবে আন্না দেশে বিদেশে বেশ কয়েকটি বিউটিফিকেশন কোর্স কমপ্লিট করেছেন।