সেমিতে উঠার লড়াইয়ে বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

ইংলিশদের বিপক্ষে হেরে সমালোচিত হচ্ছেন কোহলি-ধোনিরা। এ পরিস্থিতিতে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছেন তারা। এ ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিটি পাবে টিম ইন্ডিয়া।
সেই লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন আনতে পারে টিম ইন্ডিয়া। কেদার যাদবের জায়গায় ঢুকতে পারেন রবিন্দ্র জাদেজা। আর যুগবেন্দ্র চাহালের স্থানে অন্তর্ভুক্ত হতে পারেন ভুবনেশ্বর কুমার। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিক্যাল জানিয়েছে, দলে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ইংল্যান্ডের বিপক্ষে খেলা সবাই থাকছে।
এদিকে বিশ্বকাপে ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৩০০ রান তাড়া করে জয়টি টাইগারদেরই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রান করে জয় পেয়েছেন তারা। ওয়েস্ট ইন্ডিজের ৩২২ রানের টার্গেটে জয়ের পাশাপাশি স্টার্ক-কামিন্সদের অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্কোর বোর্ডে ৩৩৩ রান তুলেছেন লাল-সবুজ জার্সিধারীরা।
ভারতকে দারুণ ভাবাচ্ছে বিষয়টি। শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিক্যাল জানিয়েছে, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাসদের নিয়ে ভাবছে ভারতীয় দল।
চলমান বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে হবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি বলেন, ‘এই বিশ্বকাপে ভারত খুবই শক্তিশালী একটা দল এবং কাজটা সহজ হবে না। তবে আমাদের কঠিন ক্রিকেট খেলতে হবে এবং প্রত্যেক বিভাগেই শতভাগ উজার করে দিতে হবে। আমরা এখনো টুর্নামেন্টে আছি। হতে পারে আবার নাও হতে পারে। দেখা যাক কি হয়। তবে আমরা এ পর্যন্ত যেভাবে খেলেছি কাল তার চেয়েও ভাল খেলতে হবে।’
আজ বাংলাদেশ দলে আসতে পারে এক পরিবর্তন। রুবেল হোসেনের পরিবর্তে একাদশে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। তবে আগের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভবনা বেশি ভারতের। অর্থাৎ সর্বশেষ ম্যাচের উইনিং কম্বিনেশন বজায় থাকবে ভারতীয় একাদশে।
বার্মিংহামের এজবাস্টনে আজ (২ জুলাই) বাঁচা-মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন/মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ (সম্ভাব্য):
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ।