সেনা প্রত্যাহার করবে না অস্ট্রেলিয়া

ইরাক থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের।
সাংবাদিকদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, অস্ট্রেলিয়া ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে না । সেখানে থাকা সেনারা তাদের মিশন চালিয়ে যাবে।
প্রসঙ্গত, বাগদাদে মার্কিন হামলায় কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। গত মঙ্গলবার দিবাগত রাতে কমান্ডার কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের হামলায় তাদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি । মার্কিন সেনা ছাড়াও ইরাকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অস্ট্রেলিয়াসহ ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের সেনাবাহিনী।