সন্ধ্যায় “ট্রায়াল অব সূর্যসেন”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা সাতটায় মঞ্চায়ন করা হবে ঢাকা পদাতিকের নিয়মিত প্রযোজনা “ট্রায়াল অব সূর্যসেন”। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম আজিজ।
বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী মাষ্টার দা সূর্যসেন এর প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকান্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে এ নাটক । ইতিহাস নির্ভর এ নাটকে সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকারায়, নির্মলসেন …. বৃটিশ উকিল, বাঙালী উকিলসহ প্রায় ৪০টি চরিত্র উঠে এসেছে । নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, আব্দুল্লাহ রানা, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, ফিরোজ হোসাইন, আক্তার হোসেনসহ অন্যান্য কলাকুশলির নামের তালিকা সংযুক্ত করলাম যাদের অভিনয়ে জীবন্ত হয়ে উঠবে প্রহসনের বিচারের চিত্র।
“ট্রায়াল অব সূর্যসেন” এর মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আমিনুর রহমান আজম, পোষাক পরিকল্পনা আইরিন পারভীন লোপা, আবহসঙ্গীতে আবুল বাশার সোহেল।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ