সংসদের বিশেষ অধিবেশন ২২ মার্চ

মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২২ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন । মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২২ মার্চ রবিবার সকাল ১১টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে মুজিববর্ষ-২০২০ উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের ৭ম এবং ২০২০ সালের ২য় অধিবেশন।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ