সংকটের মধ্যেও সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সঙ্কটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
রোববার (২৬এপ্রিল) সকালে সরকারি নিজের বাস ভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি। করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে সরকার, কি গোপন করছে তা পরিস্কারভাবে বলা উচিৎ ছিলো মির্জা ফকরুলের।
কাদের বলেন, করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর।
ওবায়দুল কাদের এমপি বলেন, এই সঙ্কট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ।
বিএনপিকে এই দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।
সেতুমন্ত্রী বলেন, রমজান মাসে একশ্রেণির মুনাফাখোর, মজুমদার বাজার স্থিতিশীল করতে চায়, সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে বলেও হুশিয়ার করেন তিনি।
এসময় করোনাযুদ্ধে যারা সাহসীকতার সাথে জীবন বাজি রেখে মাঠে কাজ করছে তাদের ও ধন্যবাদ জানান সেতুমন্ত্রী।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ