শপথ নিলেন সাদ এরশাদ

শপথ নিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহগীর আল মাহী এরশাদ ওরফে সাদ এরশাদ । স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২টায় তার শপথবাক্য পাঠ করান।
সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন সাদ এরশাদ। নির্বাচন কমিশন বুধবার (৯ অক্টোবর) এ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ