রাবিতে জাতীয় চার নেতার ম্যুরাল

জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর স্মৃতি রক্ষার্থে ম্যুরাল নির্মিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।
চার নেতার প্রত্যেকের আলাদা আলাদা আবক্ষ ম্যুরাল দাঁড়িয়ে থাকবে মার্বেল স্টোনের ওপর । এর নকশা নির্ধারণ করে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ড. সাহা জানান, বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের সামনের মাঠেই নির্মাণ করা হবে ম্যুরালটি। এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা। এর আওতায় থাকবে মাটি ভরাট, নির্মাণ ও আনুষঙ্গিক খরচ।
ম্যুরালটির শিল্পী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিপ্লব দত্ত। তিনি বলেন, আবক্ষ ম্যুরালটি তৈরি হবে মেটালিক এবং গ্রাউন্ড মার্বেল স্টোন দিয়ে। এ ম্যুরালটির সঙ্গে বঙ্গবন্ধু চত্বর করা হবে। শিগগিরই ম্যুরাল নির্মাণের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ