মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবারও ফিরে এলো ‘নোবেল ম্যান’!

বিভিন্ন কারণে সমালোচিত ও বিতর্কিত গায়ক মঈনুল আহসান নোবেল এর ‘নোবেল ম্যান’ নামের ইউটিউব চ্যানেলটি ব্যান করার কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় ফেরত পেয়েছেন তিনি। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ওএলডি ম্যাক্সট্যান’ এর রিপোর্টের ভিত্তিতে নোবলের ইউটিউব চ্যানেলটি বন্ধ করে ইউটিউব কর্তৃপক্ষ। ‘নোবেল ম্যান’ নামের ইউটিউব চ্যানেলটিতে ১৪ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
গতকাল শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ‘ওএলডি ম্যাক্সট্যান’ এর ফেসবুক পেইজে এক পোস্টে ইউটিউব চ্যানেলটি বন্ধের তথ্য জানানো হয়। পরবর্তীতে কয়েক ঘণ্টার ব্যবধানে আরেক পোস্টে চ্যানেলটি ফেরত পাওয়ার তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
‘ওএলডি ম্যাক্সট্যান’ এর রি পোস্টে বলা হয়েছে, ‘নোবেল ম্যান এর ইউটিউব চ্যানেল গতকাল শুক্রবার(৭ আগস্ট) মাস্তানের পক্ষ থেকে রিমুভ করার পর! ইউটিউব কতৃপক্ষের সাথে কথা বলে সে তার চ্যানেল ফিরিয়ে আনে! এতে কষ্ট পাওয়ার কিছুই নেই, চ্যানেল একবার ব্যাক করলে আরও একশ বার রিমুভ করতে পারবো আমরা! আবারও আপডেট শীঘ্রই আসবে❤
মাস্তানের সাথেই থাকুন।’
এরপর ইউটিউবে ‘নোবেল ম্যান’ নামের চ্যানেলটি পুনরায় খুঁজে পাওয়া যায়।
উল্লেখ্য, বাংলাদেশি যুবক নোবেল কলকাতার জি বাংলায় গান গেয়ে কলকাতায় এবং বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করে।কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে অশ্লীলতা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কপিরাইট আইন ভঙ্গসহ নানা অভিযোগ ওঠে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কটুক্তিমূলক মন্তব্য করে পরে ক্ষমা চান।
সর্বশেষ ‘বাংলা মিলবে কবে’ গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে লিখিত চুক্তি ছাড়াই গানটি ইউটিউবে প্রকাশ করেন নোবেল। এরপরেই তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠে।