বোনের জন্মদিনে রণবীর-আলিয়া ধামকা নাচ

মহামারী করোনা থাবা বসিয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে। সেই কারণে কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না বলিউডের সেলিব্রিটিরা। আনলক পর্ব শুরু হতেই শ্যুটিং শুরু করেন মালাইকা অরোরা। তার জেরেই কোভিড পজিটিভ হয়ে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী। সেই কারণে এবার মেয়ে রিদ্ধিমা কাপুরের ৪০-এর জন্মদিনে কাছের লোকদের নিয়েই পালন করলেন নীতু কাপুর।
রিদ্ধিমা কাপুরের ৪০-এর জন্মদিনের অনুষ্ঠানে নীতু কাপুরদের সঙ্গে হাজির হন আলিয়া ভাট। সেই সঙ্গে ছিলেন কারিনা কাপুর খান, কারিশমা কাপুররা। রিদ্ধিমার জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে কোমর দোলাতে দেখা গেল রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। রণবীর, আলিয়ার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
এসবের পাশাপাশি রিদ্ধিমা নিজের সোশ্যাল হ্যান্ডেলে জন্মদিনের কয়েকটি ছবি শেয়ার করেন। যেখানে কারিনা কাপুর খান, কারিশমাদের দেখা যায়। অর্থাৎ ভাই-বোনদের নিয়েই একযোগে জন্মদিনের অনুষ্ঠান পালন করেন রিদ্ধিমা কাপুর।
এদিকে আনলক পর্ব শুরু হতেই ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিংয়ে হাজির হন রণবীর কাপুর এব আলিয়া ভাট। তবে জোর কদমে তাঁরা এখনও কাজ শুরু করেননি বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত চলতি বছরের ডিসেম্বর মাসে ব্রক্ষ্মাস্ত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে করোনা আবহে ডিসেম্বরে সবকিছু শেষ করে পরিচালক অয়ন মুখোপাধ্যায় সিনেমার মুক্তির কাজ কতটা শেষ করতে পারবেন, তা নিয়ে অবশ্য সন্দেহ থেকেই যাচ্ছে।