ফোক ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক `সাত্তার’ আর নেই

না ফেরার দেশে চলে গেলেন সাদাকালো যুগের ফোক ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক ‘সাত্তার’। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার গ্রীন সিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।তার মৃত্যুতে সিনেমাপাড়ায় শোক নেমে এসেছে।
জনপ্রিয় নায়ক সাত্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান । তিনি জানান,রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে আইসিইউতে নেয়ার সময় তার মৃত্যু হয়। এর আগে চিত্রনায়ক সাত্তার ২০১২, ২০১৫ ও ২০১৮ সালে তিনবার ব্রেনস্ট্রোক করেন। তারপর থেকে তিনি প্যারালাইজড হয়ে যান।
প্রয়াত নায়ক সাত্তারের স্ত্রী কাকলী গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজের আইসিইউতে নেয়ার সময় তার মৃত্যু হয়। তিনি এর আগে তিনবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ২০১৮ সাল থেকে তিনি শয্যাশায়ী। কয়েক বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নায়ক সাত্তারের চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা দিয়েছিলেন। সেই টাকায় তার চিকিৎসা এবং সংসার চলত।
চলচ্চিত্রে সাত্তারের প্রথম উপস্থিতি ১৯৬৮ সালে। লোকজ গল্পের সিনেমায় তিনি দারুণ সাফল্য পেয়েছিলেন। ইবনে মিজানের ‘আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী’ ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। তার নায়ক হয়ে ওঠার ঘটনা আরো পরে।১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা থেকে বেরিয়ে কাজ করেন কাজী হায়াৎ-এর ‘পাগলী’ ছবিতে। দীর্ঘ ক্যারিয়ারে শাবানা থেকে শুরু করে রোজিনা, অঞ্জু, জিনাত, কবিতা, অলিভিয়া, রানীসহ অনেক সুপার হিট নায়িকার নায়ক ছিলেন সাত্তার।
নায়ক সাত্তার ‘রঙ্গীন রূপবান’, ‘রঙ্গীন কাঞ্চনমালা’, ‘পাগলী’, ‘ঘর ভাঙা সংসার’, ‘রঙ্গীন রাখালবন্ধু’, ‘রঙ্গীন আলোমতি প্রেমকুমার’, ‘পাতাল বিজয়’, ‘রাজবধূ’, ‘রঙ্গীন সাতভাই চম্পা’, ‘ভিখারীর ছেলে’, ‘মধুমালা মদনকুমার’, ‘বেদকন্যা পঙ্খিরানী’, ‘মোহনবাঁশি’, ‘রঙ্গীন অরুণ বরুণ কিরণ মালা’, ‘জেলের মেয়ে রোশনী’, ‘বনবাসে বেদের মেয়ে জোছনা’, ‘ভালোবাসার যুদ্ধ’, ‘ইজ্জতের লড়াই’, ‘স্বামীহারা সুন্দরী’ এবং ‘চাচ্চু আমার চাচ্চু’ ইত্যাদি। ক্যারিয়ারে ১১০ টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
নায়ক সাত্তার দীর্ঘদিন ধরেই সিনেমায় অনিয়মিত ছিলেন। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন এফ আই মানিকের ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবিতে। এতে সাত্তার ছিলেন দীঘির বাবার চরিত্রে।
আশির দশকের এই জনপ্রিয় নায়কের দাফন প্রসঙ্গে বলতে গিয়ে সম্মিলিত নাট্যকর্মী জোটের সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা জানান, বুধবার সকাল ৯টায় শহরের উকিল পাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শেষ ইচ্ছা অনুযায়ী তাকে রূপগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ