প্লাজমা ব্যাংক গঠন করবে রূপালী ব্যাংক

মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন রূপালী ব্যাংকের প্রায় অর্ধশত কর্মী। করোনা পরবর্তীসময়ে মানসিক শক্তি যুগিয়ে কাজে যোগ দেওয়ার জন্য (রোববার ৫ জুলাই) ভার্চ্যুয়াল সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি।এই সভায় করোনামুক্ত কর্মকর্তা-কর্মচারীদের রক্তের গ্রুপ ডাটাবেজে অন্তর্ভুক্ত করে একটি প্লাজমা ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ।
সভায় রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খন্দকার আতাউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অরুণ কান্তি পাল, প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় আক্রান্ত কর্মীরা সব সময় তাদের পাশে থাকার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং একই সঙ্গে ব্যাংকের এমডি, ডিএমডি ও জিএমদের পাওয়াটা বিরল সৌভাগ্যের বিষয় বলে অভিহিত করেন। সভায় করোনামুক্ত কর্মকর্তা-কর্মচারীদের রক্তের গ্রুপ ডাটাবেজে অন্তর্ভুক্ত করে একটি প্লাজমা ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকের করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের রোগমুক্তি এবং এ মহামারি থেকে বিশ্ববাসীকে হেফাজত করার জন্য মোনাজাত করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, করোনায় আক্রান্তরা দীর্ঘদিন জনবিচ্ছিন্ন হয়ে চিকিৎসা নিচ্ছে এজন্য তাদের মানসিক শৈথিল্য ঘটেছে। এখন যদি সহকর্মীদের দেখতে পায় তাহলে তাদের মানসিক প্রশান্তি ঘটবে, আর এ উদ্দেশ্যেই এ সমাবেশ।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ