প্রশংসিত ‘জ্বীন’র দ্বিতীয় ঝলক

বিনোদন প্রতিবেদক: নির্মাণের শুরু থেকেই আলোচনায় রয়েছে নাদের চৌধুরী পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘জ্বীন’। তারই ধারাবাহিকতায় জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে ‘জ্বীন’ ছবির আরও একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়। এ পোস্টারটিও আগের দু’টো পোস্টারের মতো আলোচনায় এসেছে। এরই মধ্যে পোস্টার দুইটি প্রশংসার জোয়ারে ভাসছে।
পোস্টারে দেখা যায়, মায়ের লাশ পড়ে আছে, পাশে বসে অদ্ভুত ভঙ্গিতে হাসছেন পূজা। বুঝতে অসুবিধা হচ্ছে না- খুনটা পূজাই করেছেন! ছোটবেলায় পূজার বাবা মারা গেছেন, মা তাকে পরম আদরে বড় করেছেন। কিন্তু সেই মাকে কেন পূজা খুন করলো? উত্তর জানার জন্য দেখতে হবে জাজ মাল্টিমিডিয়ার আপকামিং হরর মুভি ‘জ্বীন’। সত্য ঘটনা (আলোকে) আঁধারে…’-এভাবেই জ্বীন’ সিনেমার পোস্টার প্রকাশ করে ক্যাপশন লেখা হয়।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘জ্বীন’ ছবিটি। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। জানা গেছে, আগামী বছরের শুরুর দিকেই ‘জ্বীন’ মুক্তি পাবে।
‘জ্বীন’ ছবিতে পূজার সঙ্গে অভিনয় করেছেন রোশান, সজল ও মুন। এই সিনেমার মাধ্যমে সজল আবারো বড় পর্দায় কাজ করলেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘রানআউট’।
অন্যদিকে পূজা পার করছেন তার কেরিয়ারের চমৎকার সময়। অল্প সময়ের ব্যবধানে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘নূর জাহান’ ও ‘প্রেম আমার ২’-এর মতো সিনেমা করেছেন। হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ।