প্রধানমন্ত্রী জীবিত দেখতে চান না খালেদাকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে আর জীবিত দেখতে চান না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, দেশনেত্রীকে হত্যাচেষ্টা বন্ধ করে আজই তার পছন্দমতো বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করুন। তাকে মুক্তি দিন। জনগণের ধৈর্য ও সহ্যের বাঁধ ভেঙে গেছে। সরকার যেন নিজেদের অশুভ পরিণতির দিকে ঠেলে না দেয়।
কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার আগের রাতে ভোটচুরির স্বীকারোক্তি দিয়েছেন দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা নির্বাচন কমিশন সচিব হেলালুউদ্দীনও দু’দিন আগে স্বীকার করেছেন রাতে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করার কথা। এতোকিছুর পরও বাকশাল বলতে আর বাকি কি থাকলো।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুর কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন প্রমুখ।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ