পেকুয়ায় শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক

কক্সবাজারের পেকুয়ায় শিশু গৃহকর্মীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: ছোটন (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ছোটন পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার চাঁদ মিয়ার পুত্র। রবিবার রাত সাড়ে ১১টায় শিশুটি ধর্ষণের শিকার হয়। জানা যায়, একই রাত সাড়ে ১২টার দিকে অপমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় ওই শিশু গৃহকর্মী। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করান। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে পেকুয়া থানায় নারী ও নির্যাতন দমন আইনে অভিযুক্ত ছোটনকে আসামি করে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১৭/২০১৯ইং। ভিকটিম শিশুটির মা জানায়, আমার শিশু মেয়ে সিকদার পাড়ার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করত। রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে জেনে তাদের বাড়িতে আসি। মেয়ের মুখে শুনতেছি সে ধর্ষণের শিকার হয়েছে। তিনি আরো বলেন, ইতিমধ্যেই পেকুয়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে শিশুটিকে। রাতে কি ঘটনা ঘটেছে সব কিছু ওসি সাহেবকে বলেছে আমার মেয়ে। তাই মামলা দায়ের করেছি আমরা। পেকুয়া থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, শিশু ধর্ষণের ঘটনায় আমরা মামলা নিয়েছি এবং অভিযুক্ত ছোটনকে আটক করেছি। এদিকে পেকুয়া হাসপাতালের ডাঃ ছাবের আহমদ বলেছেন ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশু গৃহকর্মীকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে । সেখানে পরিক্ষা নিরিক্ষার পর পরবর্তী পদক্ষেপ জানা যাবে।