নিজেদের সুরক্ষা হুমকির মুখে পড়বে

দেশেরে এই দুর্যোগপূর্ণ অবস্থা ও মহামারীর সময় জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, এসময় সকলের ঐক্যের মনোভাব থাকা ভালো। এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষা হুমকির মুখে পড়বে ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। আমরা সকলে যদি স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকি তাহলে আমাদের জয় হবে ইনশাল্লাহ । তাই ঘরে বসেই করোনার মোকাবিলা করতে হবে।
ত্রান বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবে হুঁসিয়ার করে আওয়ামী লীগের এই নেতা বলেন, দলীয় পরিচয়ে কেউ ত্রাণ নিয়ে নয়-ছয় করলে ছাড় দেয়া হবে না।
সিলেটের চিকিৎসকের মৃত্যু নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য অহেতুক মন্তব্য করে কাদের বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা মোটেই সমুচিত নয় । করোনা মোকাবিলায় সকলের ভূমিকা রাখা দরকার। কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা জনগণ ও দেশের জন্য সমুচিত নয়।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ