নারায়ণগঞ্জে দগ্ধ একজনের মৃত্যু
গ্যাসের পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লেগে গতকাল বুধবার নারায়ণগঞ্জে একই পরিবারের নয় সদস্য দগ্ধ হন। তাঁদের মধ্যে ছায়া রানী (৬০) নামের একজন বুধবার দিবাগত রাত তিনটার দিকে মারা গেছেন। বাকি আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্ব থাকা (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় গ্যাসের পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লাগে। আগুনে দগ্ধ ওই বাড়ির ভাড়াটে পোশাক তৈরির দোকানের মালিক শ্রীনাথ চন্দ্র বর্মণের (৪০) ভাষ্য, পরিবারের সবাই দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোরে আলো জ্বালাতেই আগুন দেখতে পান। এ ঘটনায় সবাই দগ্ধ হন। প্রতিবেশী অনাথ চন্দ্রসহ অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন।
দগ্ধ ব্যক্তিদের চারজনের অবস্থা এখনো গুরুতর। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। বদ্ধ ঘরে আগুন লাগলে শ্বাসনালি পুড়ে যায়।
আগুনে দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন শ্রীনাথ, তাঁর স্ত্রী অর্চনা (৩৫), মেয়ে অনামিকা বর্মণ (১৫), ছেলে অর্পিত বর্মণ (৯), বোন সুমিত্রা (২৭), ভগ্নিপতি নারায়ণ চন্দ্র (৪০), ভাতিজা প্রমিত বর্মণ (১৪) ও ভাই (শ্রীনাথের) শাওন বর্মণ (১০)।