নাটোরে আইবিএস মার্কেটে অগ্নিকাণ্ড

নাটোরের উত্তরা সুপার মার্কেট সংলগ্ন আইবিএস মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ জানান, নাটোর শহরের আলাইপুর এলাকার উত্তরা সুপার মার্কেট সংলগ্ন আইবিএস মার্কেটের একটি ব্যাগের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা অন্য গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।