নতুন গানে অভিনেতা বাবু

অতিসম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। গানটির শিরোনাম ‘দুঃখ দিবা কারে’। এই গানটির সুর করেছেন সংগীতশিল্পী বেলাল খান। তার সঙ্গে এটিই বাবুর প্রথম কাজ।
‘দুঃখ দিবা কারে’ গানটির কথা লিখেছেন এ মিজান ও সংগীতায়োজন করেছেন এম এ রহমান। গতকাল (০১ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে বেলাল খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
এ প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘প্রথমবার বাবু ভাই আমার সুরে গাইলেন। আগে থেকেই আমরা দু’জন একে অপরকে চিনতাম। কিন্তু কাজ করা হলো এই প্রথম।’
‘আসলেই বাবু ভাইয়ের গানের গলা অসাধারণ। তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। আশা করছি সবার ভালো লাগবে।
বেলাল খান আরও জানান, কিছুদিনের মধ্যে গানটির ভিডিওর দৃশ্য ধারণ করা হবে। এতে ফজলুর রহমান বাবুকেও দেখা যাবে। মিউজিক ভিডিও নির্দেশনা দেবেন সৌমিত্র ঘোষ ইমন। প্রকাশ পাবে ম্যাক্স ব্যাক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।