তৃণমূল নেতাদের তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দেবে আ.লীগ

তথ্যপ্রযুক্তি বিষয়ে নূন্যতম ধারণা দিতে রাজধানী ঢাকাসহ তৃণমূল নেতাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ের অদক্ষ্য তরুণ নেতৃত্বকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞাণ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজধানী ঢাকাসহ তৃণমূল নেতৃত্বকে প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তুলতে আমরা এই উদ্যোগ নিয়েছি বলে জানান আব্দুস সবুর ।
তিনি বলেন, এই উদ্যোগের প্রথম ধাপ ঢাকায় অনুষ্ঠিত হবে। যা আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে পারে। তবে ঢাকায় দুটি পর্বে এ কর্মসূচি শেষ করা হবে। এর পর পর্যাক্রমে ঢাকার বাইরে শুরু করা হবে। এতে ঢাকা মহানগরের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের থানা, ওয়ার্ডের পর্যায়ের বিজ্ঞাণ ও তথ্য প্রযুক্তি সম্পাদকরা অংশগ্রহণ করবেন। যাতে তাদের মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞাণটি আরও বাড়ে ।
জানা গেছে, আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরই)-এর সহযোগিতায় দেশের আট বিভাগীয় শহরে কর্মশালার আয়োজন করা হবে। এসব কর্মশালায় উপজেলা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকগণ অবশ্যই উপস্থিত থাকবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাড়াও অন্যান্য নেতারা এসব কর্মশালায় অংশ নিতে পারবেন।
কর্মশালায় ই-মেইল পরিচালনা থেকে শুরু করে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে দলীয় সব কর্মকাণ্ড যাতে প্রযুক্তির ব্যবহার থাকে সে বিষয়েও উৎসাহিত করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টেই এই প্রশিক্ষণ কর্মসূচি জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ে শুরু করা যাবে।
আওয়ামী লীগের বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরও বলেন, সারাদেশে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকরা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যেন আপডেট থাকেন, সে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আইটি সেক্টরে যে ইমপ্রুভমেন্ট ও ডেভেলপমেন্ট-এ বিষয়গুলোতে যেন সম্যক জ্ঞাণ থাকে সেজন্যই আমাদের এ উদ্যোগ।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ