তিন দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ

বাংলাদেশের পাকিস্তান সফরের বিষয়টি ঝুলে ছিল অনেক দিন ধরেই। পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি ছাড়া আর কোনো সিরিজে খেলতে রাজী ছিল না বাংলাদেশ। মঙ্গলবার দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও পিসিবির সভাপতি এহসান মানি।
পরে সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাচ্ছে। তিন মাসে তিনবার পাকিস্তানে খেলতে যাবে টাইগাররা।
বিষয়টি নিয়ে পিসিবি সভাপতি এহসান মানি বলেছেন, খেলাটির স্বার্থে ও গর্বিত দুটি ক্রিকেট জাতির স্বার্থে দুই পক্ষের আপোসে সমস্যার সমাধান করতে পারায় আমি সন্তুষ্ট। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে আমি ধন্যবাদ জানাই তার নেতৃত্বের জন্য ও এই দুই দেশে ক্রিকেট এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করে দেওয়ার জন্য।
বিসিবির নাজমুল হাসান জানান, আমাদের অবস্থান অনুধাবন করার জন্য পিসিবিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আমরা সন্তুষ্ট যে পারস্পরিক সমঝোতায় গ্রহণযোগ্যে একটি সমাধানে পৌঁছানো গেছে। আইসিসি ভবিষ্যৎ সফরসূচিকে যে আমরা আন্তরিকভাবে সম্মান করি, সেটির উজ্জ্বল উদাহরণ এটি।
বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি :
প্রথম দফা :
২৪ জানুয়ারি- প্রথম টি-টুয়েন্টি, লাহোর
২৫ জানুয়ারি- দ্বিতীয় টি-টুয়েন্টি, লাহোর
২৭ জানুয়ারি- তৃতীয় টি-টুয়েন্টি, লাহোর
দ্বিতীয় দফা :
৭-১১ ফেব্রুয়ারি- প্রথম টেস্ট, রাউলাপিন্ডি
৩য় দফা :
৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল- দ্বিতীয় টেস্ট, করাচি