স্বদেশী ক্লাবে ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস

এবারে দেশের ক্লাবের জার্সিতে দেখা যাবে ব্রাজিলিয়ান রাইট-ব্যাক দানি আলভেসকে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর সঙ্গে চুক্তি করেছেন তিনি।
ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে বিদায় বলেছেন দানি আলভেস। ব্রাজিল তারকার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সাও পাউলো। ৩৬ বছর বয়সী তারকা ডিফেন্ডার প্রথম ইউরোপ ক্লাবে খেলতে যান ২০০২ সালে। ১৭ বছর পর আবার নিজ দেশের ফুটবলে ফিরছেন আলভেস। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে সাও পাওলোতে যোগ দিলেন তিনি। সাবেক ক্লাব বার্সেলোনা ও প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর নজরে ছিলেন আলভেস।
কিন্তু ২০২২ সালের কাতার বিশ্বকাপ সামনে রেখে ঘরে ফিরলেন তিনি। গত জুলাইয়ে দেশের মাটিতে ব্রাজিলকে কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন আলভেস, সব মিলিয়ে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে ৪০টি শিরোপা।