ঝড় তুলেছে ফারিয়ার ‘আমি চাই থাকতে’

ভক্তদের প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন গান নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।বুধবার (১৪ অক্টোবর) শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে মাস্টার ডি’র সঙ্গীত আয়োজনে প্রকাশ পেয়েছে ফারিয়ার কণ্ঠে ‘আমি চাই থাকতে’। প্রকাশ হয়েই ঝড় তুলেছে গানটি। নেটিজেনরা শেয়ার করছেন বিভিন্ন মাধ্যমে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর গানটি টিজারে সাড়া ফেলে দেন ফারিয়া। সম্পূর্ণ গান প্রকাশের পর বাড়ছে ভিউর সংখ্যা। ফারিয়া নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও শেয়ার করেছেন তার নতুন গান। গানটির ভিডিও পরিচালনা করেছেন বাবা যাদব। ভিডিওতে নাচে গানে মাতিয়েছেন নুসরাত ফারিয়া।
গান প্রসঙ্গে ফারিয়া জানান, এ গানটি আগের গানটির চেয়ে আলাদা। মাস্টার ডি’র সাথে কাজের ইচ্ছে দীর্ঘদিনের। কাইনেটিক মিউজিকের সহযোগিতায় তা সম্ভবপর হলো। করোনাকালের আগ মুহুর্তে গানটির রেকর্ডিং ও ভিডিওর কাজ শেষ করা হয়।
প্রসঙ্গত, ইতোপূর্বে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান দিয়ে হইচই ফেলে দেন ফারিয়া।