ছড়িয়ে পড়েছে আট প্রজাতির করোনা ভাইরাস

বিশ্বব্যাপী মহামারীর আকার ধারন করেছে চীনের হুবেই প্রদশের উহান শহর থেকে উপত্তি করোনা ভাইরাস। তবে বিজ্ঞানীদের দাবি উহান থেকে ছড়ানো করোনা ভাইরাসের সঙ্গে মিল নেই বিশ্বের অন্যান্য স্থানের করোনা ভাইরাসের।
করোনা ভাইরাসের আটটি প্রজাতি পুরো বিশ্বজুড়ে ছড়িয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। এই ভাইরাসগুলো দ্রুত তাদের জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করছে দাবি করে তারা বলেন, এই কারনে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস ব্যাপক প্রাণহানি ঘটলেও ভারতীয় উপমহাদেশে এটির তেমন প্রভাব পড়েনি।
এ বিষয়ে ভারতের পদ্মভূষণ পুরস্কার জয়ী চিকিৎসক জিপি নাগেশ্বর রেড্ডি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইতালি, চীন ও ভারতে ভাইরাসটির জিনগত বৈশিষ্ট্য উন্মোচন করা হয়েছে। ভারতে এই ভাইরাসটির জিনগত বৈশিষ্ট্য তারতম্য রয়েছে।
গবেষকরা বলেছেন, যে সব জায়গায় করোনা হামলা চালিয়েছে সব থেকে বেশি সেখানকার গড় তামমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আদ্রতার পরিমান ৪ থেকে ৯ গ্রাম। তাপমাত্রা ও আদ্রতা বাড়লে করোনা জিনগত পরিবর্তন ঘটিয়ে দুর্বল হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
সার্স, মার্স, সোয়াইন ফ্লু যে কোন ভাইরাসের বিস্তারেই আবহাওয়ার প্রভাব ছিল। করোনার ক্ষেত্রেও তাই । আবহাওয়ার তারতম্যে এই ভাইরাসের গতিবিধি ভিন্ন হয় । ভাইরাসটির প্রাণঘাতী ক্ষমতাও নির্ভর করে আবহাওয়ার তারতম্যে।
বিজ্ঞানীরা মনে করেছেন, শ্বাসনালীতে প্রবেশের পরই করোনা কোষ দখল করে লাখ লাখ সংস্করণ তৈরি করছে। তাই উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ