ছোটপর্দায় নিয়মিত কাজ করতে চান জান্নাত

এ সময়ের তরুণ মডেল ও অভিনেত্রী জান্নাত। তিনি ‘অলসপুর’ নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে ক্যারিয়া শুরু করেন। বর্তমানে তিনি ছোটপর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েকটি নাটক ও সিরিয়ালের কাজ শেষ করেছেন তিনি।
জানা গেছে, খুব শিগ্রই এই নাটক ও সিরিয়াল গুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এতে একেবারে নতুন রূপে জান্নাতকে দেখা যাবে। এছাড়াও তিনি নিয়মিত মিউজিক ভিডিওতেও কাজ করছেন।
এদিকে, তিনি দীপ্ত টিভির নতুন একটি সিরিয়ালের শুটিং করছেন। এই সিরিয়ালের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি পর্ব শুটিংও শেষ হয়েছে।
এছাড়াও ‘ছায়াবিবি’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী জান্নাত। এই নাটকটি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বৈশাখী টিভিতে রাত ৯:২০ মিনিট ও ১১:৩০ মিনিটে প্রচার হবে। এই ছবিটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাত হোসেন দুলাল।
এখনি বড়পর্দায় কাজ করতে চান না মডেল ও অভিনেত্রী জান্নাত। কারণ, তিনি আগে নিজেকে সুন্দর ভাবে তৈরী করতে চান। এখন তিনি ছোটপর্দায় নিয়মিত কাজ করতে চান বলে জানান।
এ প্রসঙ্গে জান্নাত বলেন, ‘বর্তমানে আমি ছোটপর্দায় নিয়মিত কাজ করতে চাই। সবার মতো আমারও বড়পর্দা নিয়ে স্বপ্ন আছে। কিন্তু আমি হুট করেই চলচ্চিত্রে কাজ করতে চাই না। আমি যদি চলচ্চিত্রে কাজ করি, তাহলে আগেই নিজেকে নতুন ভাবে তৈরী করব।’