‘গুড নিউজ’ নিয়ে অক্ষয়-কারিনা

একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে দর্শক মাতিয়ে রাখছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। । ঐতিহাসিক, রোমান্টিক কিংবা কমেডি সব ধরনের গল্পে নিজেকে দারুণভাবে উপস্থাপন করে প্রশংসিত এই অভিনেতা। তবে এবার ভিন্ন রকম একটি গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন ‘খিলাড়ি’।
২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার ও করিনা কাপুর খান জুটির সিনেমা ‘গুড নিউজ’। সিনেমাটির ট্রেলার নিয়ে হাজির হলেন তারা । যাতে কমেডির ছলে ভিন্ন রকম একটি গল্পের আভাস পাওয়া গেল।
সিনেমাটিতে স্বামী-স্ত্রী হয়েছেন অক্ষয়-কারিনাকে। ট্রেলারে দেখা যায়, সাধারণ দম্পতির মতোই তাদের জীবন। কিন্তু তারা চাইলেও কোনো কারণে সন্তান নিতে পারছেন না । তাই সমস্যা সমাধানের জন্য চিকিৎসকের দ্বারস্থ হন । তবে চিকিৎসক যে উপায় তাদের বললেন, তা করতে গিয়ে হয় বিপত্তি।
এর আগে ‘এতরাজ’, ‘তাশান’, ‘কমবখত ইশক’, ‘গাব্বার ইজ ব্যাক’র মতো অসংখ্য সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান। করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’র মধ্য দিয়ে আরও একবার একসঙ্গে দেখা যাবে তাদের।
সিনেমাটি পরিচালনা করেছেন রাজ মেহেতা। অক্ষয় কুমার, করিনা কাপুর, দলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবানী ছাড়াও অভিনয় করেছেন আদিল হুসেন, টিসকা চোপড়া, গুলশান গ্রোভার ও যুক্তামুখী।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ