করোনা শনাক্তের কিট হস্তান্তর গণস্বাস্থ্য কেন্দ্রের

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কোভিড-১৯ সংক্রমণ নির্ণয়ক বা জিআর কোভিড-১৯ ডট ব্লট যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৫এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্যনগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এটি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে এ কিট হস্তান্তর করা হয়।
গণস্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের কাছে এ কিট হস্তান্তর করার কথা উল্লেখ করা হলেও এসময় সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেননা।
একইসঙ্গে কিট হস্তান্তরের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থাকে আমন্ত্রণ জানানো হলেও তাদেরও কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেননা। অনুষ্ঠানে শুধুমাত্র সিডিসি কর্তৃপক্ষ উপস্থিত থাকায় তাদের কাছেই এ কিট হস্তান্তর করা হয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ।
কিট হস্তান্তর কালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কিট হস্তান্তর অনুষ্ঠানে একমাত্র সিডিসি এসেছে। সিডিসিকেই আমরা দিয়ে দেবো। বাকিদের আমরা কালকে সংশ্লিষ্ট সরকারি অফিসে পৌঁছে দেবো। ওষুধ প্রশাসনের মহাপরিচালক (ডিজি) আমাকে বলেছিলেন আজকে তারা আসতে পারবেননা। জানিনা তারা কেন আজকে আসতে পারলেননা।
ডা. জাফরুল্লাহ করোনা নির্ণয় কিট উদ্ভাবনে বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, ইউএস বাংলা এয়ার লাইন্স, বিদ্যুৎ বিভাগসহ আরও অনেককেই ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, বাংলাদেশে অনেক সাহসী, ভালোমানুষ আছেন যারা আমলাতান্ত্রিকতার বাইরে এসে আমাদের এ উদ্ভাবনীতে সহযোগিতা করেছেন। আরও অনেকেই আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন অবশ্য তারা কেউ স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িতনা। পৃথিবীর অধিকাংশ স্বাস্থ্যখাতের পরিবর্তন এনেছেন যারা ডাক্তার না। স্বাস্থ্য খাতে ডাক্তাররা যা পরিবর্তন এনেছেন তার থেকে বেশি পরিবর্তন এনেছেন অন্য পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে কিটের উদ্ভাবক বিজন কুমারশীলসহ তার দলের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ