উত্তরখানে বাসায় আগুন – দগ্ধ ৮ জন
শনিবার ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ ৮ জনকে উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানা যায়, আগুনে দগ্ধ ডাব্লুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ বার্ন, আজিজুল (২৭) ৯৯ শতাংশ, আনজু (২৫) ৬ শতাংশ, আব্দুল্লাহ (৫) ১২ শতাংশ, মুসলিমা (২০) ৯৮ শতাংশ, পূর্ণিমা (৩৫) ৮০ শতাংশ, সুফিয়া (৫০) ৯৯ শতাংশ ও সাগরের (১২) শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে।
গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট এ আগুনে দগ্ধ সুফিয়া বেগম (৫০) নামে আরও এক নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগ (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ার ভাতিজা আজিজুল ইসলাম (২৭) মারা যান। সন্ধ্যায় মারা যান তার স্ত্রী মুসলিমা (২০)। এ নিয়ে ওই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।বাকিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায় বলে জানিয়েছেন ঢামেক।
আলোআভানিউজ২৪ডটকম/আরএ