ইতিহাস গড়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন ইগা শিয়নটেক

ছিলেন আলোচনার বাইরে। র্যাঙ্কিংয়ের ৫৪ নম্বরে থাকা একজনকে নিয়ে আলোচনারই বা কী থাকে। গ্র্যান্ড স্লামে এর আগে কখনো সেমিতেই উঠতে পারেননি! এমনকি সর্বোচ্চ পর্যায়ের কোনো শিরোপাও এর আগে জেতেননি। সেই ইগা শিয়নটেক জিতলেন ফ্রেঞ্চ ওপেন নারী এককের শিরোপা! ১৯ বছর বয়সী পোলিশ তারকা ফাইনালে ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন গত অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সোফিয়া কেনিনকে।
প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেই শিরোপা জয়ে গড়েছেন দারুণ সব রেকর্ড। ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্লাম ইতিহাসে র্যাঙ্কিংয়ের সবচেয়ে পেছনের সারির খেলোয়াড় হিসেবে জিতলেন শিরোপা। ৮১ বছর মধ্যে প্রথম পোলিশ নারী হিসেবে উঠেছিলেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। এবার হয়ে গেলেন পোল্যান্ডের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ী খেলোয়াড়।
রোলাঁ গারোর লাল কোর্টে ১৯৯২ সালে মনিকা সেলসের পর সবচেয়ে কম বয়সী হিসেবে শিরোপা জিতলেন ২০০১ সালের ৩১শে মে জন্ম নেয়া শিয়নটেক। দুই বছর আগে জুনিয়র উইম্বলডন জেতা শিয়নটেকের পথচলা যেন রূপকথার গল্প।আসরে কোন সেট হারেননি তিনি। চতুর্থ রাউন্ডে তিনি হারিয়েছেন শীর্ষ বাছাই ও দুইবারের গ্র্যান্ড স্লামজয়ী সিমোনা হালেপকে। প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালের কোন চাপই যেন ছিল না শিয়নটেকের মধ্যে। সোফিয়া কেনিনকে দাঁড়াতেই দেননি। সরাসরি সেটে ফাইনাল জয়ের পর শিয়নটেক বলেন, ‘দুই বছর আগে জুনিয়র উইম্বলডন জিতেছিলাম। আজ এখানে। সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমি দারুণ খুশি।’