আধিপত্য বিস্তারে রাঙ্গামাটিতে নেতা নিহত

আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে চিক্কোধন চাকমা (৪০) ওরফে উদয় বিকাশ চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার করেঙ্গাতলীর বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
সাজেক থানার ওসি এমএ মঞ্জুর জানান, সাজেকের একটি দোকানের সামনে সাংগঠনিক কাজ করছিলেন চিক্কোধন চাকমা। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্ল্যাহ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।