আজ শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ

এই জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার শুরু করেছিলেন। এই জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। এই জিম্বাবুয়ের বিপক্ষে শুরু করেছিলেন এই যাত্রার অধিনায়কত্ব। আবার সামনে যখন সেই জিম্বাবুয়ে; আলোচনায় সেই মাশরাফি বিন মুর্তজার অবসর ও অধিনায়কত্বের শেষ।
আজ দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। সবশেষ পাঁচটি ওয়ানডেতে পরাজয়ের বৃত্তে আবদ্ধ থাকা বাংলাদেশ জয়ের অপেক্ষায় রয়েছে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ দল। সিলেটের সেই পুণ্যভূমিতে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), টিমিসেন মারুমা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সেন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেন্ডা মুতমবদজি, ডোনাল্ড টিরিপানো, অ্যাইনসলে এনলোভু, ক্রিস এমপুফু ও কার্ল মুম্বা।