‘আই কিংস’ ব্যান্ড গড়লেন ইমরান
মিউজিক ভিডিও, প্লেব্যাক দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুল । তার প্রথম একক অ্যালবাম বেরিয়েছিল ২০১১ সালে, নাম ছিল ‘স্বপ্নলোকে’। তারপর একে একে বের হয় ‘তুমি’ (২০১৩), ‘বলতে বলতে চলতে চলতে’ (২০১৫)। এরপর অনেকগুলো মিক্সড অ্যালবামে গান করেছেন জনপ্রিয় এই শিল্পী।
এবার অ্যালবাম নয়, ব্যান্ডদল নিয়ে হাজির হলেন ইমরান। তার গড়া এই ব্যান্ডটির নাম আই কিংস (ইমরান কিংস)।
ইমরান জানান, তিনি সহ আরো চারজনকে নিয়ে গড়া হয়েছে ‘আই কিংস’। দলনেতা ও ভোকাল ইমরান, লিড গিটার জিতু, বেজ গিটার জনি, কি-বোর্ড কাইয়ূম ও ড্রাম মিঠু। ২০০৮ সালে সেরা কণ্ঠের মঞ্চে প্রথম রানার্স আপ হয়েছিলেন ইমরান। তারপর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। যাদের নিয়ে ব্যান্ড তৈরি করেছেন তারা প্রত্যেকেই ইমরানের সঙ্গে প্রায় চার বছর দেশ বিদেশে গান করছেন।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ