অধ্যাপক হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঠুটিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহররম হোসেন (৫২)কে পরিকল্পিত হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা সমাবেশ করেন।
বক্তারা বলেন, ‘শিক্ষক মহররম হোসেন আত্মহত্যা করেননি। তাকে সম্পত্তির লোভে পরিকল্পিত হত্যা করেছে। পর তার মরদেহ গাছে ঝুলিয়ে রেখে এটাকে আত্মহত্যা বলে অপপ্রচার করছে। বাগাতিপাড়া থানা পুলিশ খুনিদের রক্ষায় কাজ করছে। ফলে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত দায়সারা হয়েছে। এ ঘটনাকে ধাপাচাপা দিতে তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’
গত ৯ জুলাই বৃহস্পতিবার সকালে পুলিশ নাটোরের বাগাতিপাড়া উপজেলার দুমরাই সমজানপাড়া (সরকারপাড়া) গ্রামের নিজ বাড়ির পাশের একটি গাছের সাথে রশিতে বাধা ও মাটিতে বসে থাকা অবস্থায় ঠুটিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মহররম হোসেনের লাশ উদ্ধার করেন। তার ভাইয়েরা প্রচার চালায় তিনি ৮ জুলাই বুধবার গভির রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু তার এই আত্মহত্যার বিষয়টি সহকর্মি ও শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না। তারা এটাকে পরিকল্পিত হত্যা দাবি করে এ হত্যার বিচার দাবিতে- এ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে নাটোরের বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন,আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।